মমতা ব্যানার্জি নিজে একটা মূর্খ, কোনটা অনুপ্রবেশকারী আর কোনটা শরণার্থী এইটা জানেন না : শুভেন্দু অধিকারী।

0
67

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মমতা ব্যানার্জি নিজে একটা মূর্খ, কোনটা অনুপ্রবেশকারী আর কোনটা শরণার্থী এইটা জানেন না। ভোটে হেরে যাবেন তাই ভুল বলছেন।সিএএ শরণার্থীদের জন্য।এতে কারোর কোন ক্ষতি হবে না,বললেন শুভেন্দু অধিকারী। আর ববি হাকিমকে বেশি কথা বলতে না বলব।নিশ্চিন্ত থাকুন অনেক হিস্সে আছে আপনাকে নিয়ে।

দিব্যেন্দু অধিকারীর যোগদান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন–দিব্যেন্দু অধিকারী চাইছেন পার্টির সাধারণ ওয়ার্কার হিসেবে এবার নির্বাচনে কাজ করতে। তিনি চাইছেন কোন পদ কোন কোন দায়িত্ব না নিয়ে একেবারে প্রাইমারির মেম্বারশিপ নিয়ে একেবারে সাধারণ কর্মী হিসেবে কাঁথি এবং তমলুক লোকসভায় বিজেপির হয়ে কাজ করতে। তাই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ডেকে পাঠিয়েছেন। তাকে আনুষ্ঠানিকভাবে যোগদান করাবেন। কেন নেবেন তিনি চার বারের কাঁথি কলেজের জিএস, তিনি দুবারের কাঁথি পৌরসভার কাউন্সিলর, তিনি তিনবারের বিধায়ক এবং দুবারের সাংসদ। স্বাভাবিকভাবে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এর নিরিখে তিনি একজন রাজ্যের অন্যতম পলিটিশিয়ান। স্বাভাবিকভাবে আমার বাড়িতে দুটো সিট ছিল, ভারতীয় জনতা পার্টির নীতি কাউকে শেখাতে হয়নি, আমি অমিত সাহাজি কে বলতে যাইনি, ভারতীয় জনতা পার্টির ওয়ার্কাররা যদি চায় আমার বাড়ি থেকে একটা সিট দিতে পারে। যদি ওয়ার্কাররা চায় না হলে নয়। পার্টি সার্ভে করে আমাকে অথবা আমার ছোটভাই সৌমেন্দুকে সিট দিতে চেয়েছে। আমি যেহেতু মমতা ব্যানার্জির দুর্নীতি নিয়ে লড়ছি বিধানসভায় প্রতিদিন লড়ছি তাই আমি দিল্লি যেতে চাই না।

এদিন বহিরাগত পার্থিব সঙ্গে বললেন কীর্তি আজাদকে প্রশ্ন করুন বলবেন, শত্রুঘন সিনাকে প্রশ্ন করুন বলবেন। ইউসুফ পাঠান কে প্রশ্ন করুন উত্তর দিয়ে দেবে। আজ মেছোদার রিগেল গেস্ট হাউসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারী পার্টি নেতৃত্ব কার্য কর্তাদের নিয়ে বৈঠকি অনুষ্ঠানের শেষে বললেন শুভেন্দু অধিকারী।