দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়ের নাম ঘোষণা হতেই জেলাজুড়ে শুরু হয়েছে প্রচার থেকে শুরু দেওয়াল লিখন। তাই দুবরাজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে ভোট প্রচার। এদিন দুবরাজপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে পৌরসভার সভাকক্ষে লোকসভা ভোটের প্রচার করল দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস। এই প্রচার সভায় ১৫ নম্বর ওয়ার্ডের ৪০০-র বেশি মানুষ হাজির ছিলেন। লোকসভা ভোট কিভাবে হবে, কর্মীরা কিভাবে ভোট করবে এই সব বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়াও এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে ভোট হবে বলে জানান দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, দীপক দে, জগন্নাথ দত্ত, সোমনাথ ধর, রাজু ধীবর সহ আরও বিশিষ্টজনেরা। পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, আমি সকলের কাছে হাতজোড় করে অনুরোধ করছি আমার ওপরে কারোর রাগ ক্ষোভ থাকে তাহলে আমাকে বলবেন। কিন্তু ভুল করবেন না, যেমন গত বিধানসভা ভোটে যে ভুল করেছিলেন। আমি নতমস্তকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। আর আমার কর্মীরা কেউ যদি ভুল করে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু ভোটটা তৃণমূল কংগ্রেসে দেবেন।