শিক্ষক নেতা তথা কুশমন্ডি ব্লকের প্রাক্তন শিক্ষক জয়দেব সিদ্ধান্তকে বালুরঘাট লোকসভার প্রার্থী করল বামেরা।

0
41

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শিক্ষক নেতা তথা কুশমন্ডি ব্লকের প্রাক্তন শিক্ষক জয়দেব সিদ্ধান্তকে বালুরঘাট লোকসভার প্রার্থী করল বামেরা। ত্রিশ বছরের বেশি সময় ধরে বামদল আরএসপির সঙ্গে যুক্ত। কুশমন্ডির বিধানসভার প্রয়াত আরএসপি বিধায়ক নর্মদা রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন জয়দেব। এর আগে তিনি কোথাও প্রতিদ্বন্দ্বিতা করেননি।

প্রসঙ্গত, রাজনৈতিক গুরুত্ব অনুসারে বালুরঘাট লোকসভা কেন্দ্রটি ছোট শরিক আরএসপি-কে ছেড়ে দেয় প্রধান বা বড় শরিক সিপিএম। এবারও এই কেন্দ্রে বামদল আরএসপি থেকেই প্রার্থী দেওয়া হল। বিগত কয়েকটি নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়তে হয়েছে বামেদের। এবারও এই কেন্দ্রে নির্বাচিত হওয়ার আশা না করলেও এমূহূর্তে নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়াতে মরিয়া এখানকার বাম শিবির। সেক্ষেত্রে অন্য দলের মত এবার প্রার্থী মুখকেই গুরুত্ব দিচ্ছে তারা। গত ফেব্রুয়ারি মাসের শেষে এনিয়ে একটি বৈঠক করে জেলা আরএসপি। এবার কুশমন্ডির শিক্ষক নেতা জয়দেব সিদ্ধান্তর নাম দলের রাজ্য কমিটি এবং বামফ্রন্টে পাঠানো হয়েছিল।