উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বিজেপিতে যোগদান করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে।

0
46

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে বিজেপি আরো শক্তিশালী হলো। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বিজেপিতে যোগদান করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে। বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে এদিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং সহ বিভিন্ন জেলা থেকে মতুয়া মহা সংঘের কার্যকর্তাগন বিজেপিতে যোগদান করেন। বিজেপি তে যোগদানের পর মথুয়া মহাসংঘের উত্তরবঙ্গ জোনের অবজারভার জানান পরবর্তীতে জেলায় মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষজনকে তারা বিজেপির পতাকা তুলে দেবেন।
অর্থাৎ আজকের যোগদান এর ফলে উত্তরবঙ্গের মতুয়া সম্প্রদায়ের এবং নমঃ শুদ্ধ সম্প্রদায়ের ভোট লোকসভায় বিজেপির পক্ষে যাবে তা বলাই বাহুল্য।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, এদিন এই যোগদান কলকাতায় হওয়ার কথা ছিল। কিন্তু ভোট প্রচারের কারণে তিনি জেলায় থাকায় এদিন বালুরঘাটে মতুয়া মহাসঙ্ঘের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কার্যকর্তাগণ বিজেপিতে যোগদান করেন। পরবর্তীতে সম্প্রদায়ের মানুষজনকে তারা জেলায় বিজেপিতে যোগদান করাবেন। এর ফলে দল অনেকটাই শক্তিশালী হবে বলে তিনি আশা করেন।