নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাগ অভিমান কিছুটা লাঘব হয়েছে অন্যদিকে দলীয় কর্মীদের প্রতিও দলের উচ্চ নেতৃত্বর অভিমান কমেছে যদিও এ প্রসঙ্গে নেতৃত্বরা জানান আবেদনের ভিত্তিতেই এই যোগদান করানো হচ্ছে।
নদীয়ার রানাঘাট ওয়ান পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তাপস ঘোষ আজ এই রকমই ৩০ জন কে যোগদান করাণ । তিনি বলেন রানাঘাট এক এবং দুই, ক্রিশমা, কালীনারায়নপুর হবিবপুর অঞ্চলের নজন জয়ী পঞ্চায়েত সদস্য এবং ২১ জন প্রার্থী হয়েছিলেন তবে জয়যুক্ত হতে পারেননি এমন তৃণমূল কর্মীদের আবারো ফেরানো হলো দলে। রাজ্য কমিটির পক্ষ থেকে এইরকমই এক নির্দেশ আসার পর তিনি দলীয় মুখপাত্র এবং প্রাক্তন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি বাণীকুমার রায়ের উপর দায়িত্ব দেন তার হাত থেকেই তৃণমূলের পতাকা নিয়ে আজ চলে এই যোগদান। যার মধ্যে উল্লেখযোগ্য রামনগর দু’নম্বর পঞ্চায়েতের উপপ্রধান উৎপল বিশ্বাস রয়েছেন তেমনই হবিবপুরের প্রাক্তন প্রধান গোপাল ঘোষ এবং কালীনারায়নপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপা দাশ ঘোষ।
তবে আসন্ন সাংসদ নির্বাচনের প্রাক্কালে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দলীয় প্রার্থীর পক্ষে সুবিধা জনক বলে মনে করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা ।
Home রাজ্য দক্ষিণ বাংলা নদীয়ার রানাঘাট ওয়ান পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তাপস ঘোষ এর হাত ধরে...