দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘ প্রতিক্ষার অবসান।এবার সরাসরি বালুরঘাট থেকে দিল্লি তে যাওয়ার ট্রেন মিলল দক্ষিন দিনাজপুর জেলাবাসির। মালদা থেকে চলাচলকারী ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটি কে এবার থেকে বালুরঘাট স্টেশন থেকে চলাচল করার ছাড়পত্র দিল রেলমন্ত্রক।
আজ বালুরঘাটে সেই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া জেলাবাসির মধ্যে।
রেল সুত্রে জানা গেছে ট্রেনটি বালুরঘাট থেকে দিল্লির মধ্যে সপ্তাহে চারদিন চলাচল করবে। বালুরঘাট স্টেশন থেকে ট্রেনটি বিকেল পাচটায় ছেড়ে মালদাতে পৌছবে। তারপর মালদা থেকে ট্রেনটি তার পুর্বের নির্ধারিত সময়সুচি অনুযায়ী ছেড়ে দিল্লির অভিমুখে রওনা হবে। জেলাবাসির দাবি জেলার এই ট্রেন চালু করবার ও জেলার রেল যোগাযোগের উন্নয়নের ক্ষেত্রে জেলার একমাত্র সাংসদের উদ্যোগেই সম্ভব পর হয়েছে।
শনিবার বালুরঘাটে এক সাংবাদিক সম্মেলনে জেলার একমাত্র সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রেলমন্ত্রকের দেওয়া এই ট্রেন বালুরঘাট থেকে চলাচলের ছাড়পত্রের কথা জানিয়ে বলেন, জেলাবাসিকে জেলা থেকে দিল্লি চলাচলের দেওয়া প্রতিশ্রুতি আজ পালন করতে পেরে আমি খুশি। এই ট্রেন সপ্তাহে তিন দিন চলবে। আশা করি আগামীতে জেলাবাসিকে আমি আরো নতুন ট্রেন উপহার দিতে পারব।
তৃণমূল এর দক্ষিণ দিনাজপুর জেলার সহ সভাপতি সুভাষ চাকি, বলেন দীর্ঘ দিন এর দাবি রেল উন্নয়ন কমিটির।তারই ফল স্বরুপ। তবে সুকান্ত মজুমদার এর ভোটের আগে মানুষের কাছে রাজনৈতিক চমক।