মানুষের বাক স্বাধীনতা বিরোধী ২৯৫ এ বাতিলের দাবিসহ একাধিক দাবিতে নাস্তিক সম্মেলন।

0
132

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদিয়ার নবদ্বীপ শহরে শুরু হলো নাস্তিক মঞ্চের প্রথম রাজ্য সম্মেলন। আমরা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করি। এই শ্লোগান কে সামনে রেখে নাস্তিক মঞ্চের উদ্যোগে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে নাস্তিক সম্মেলন । এদিনের সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক নাস্তিক কর্মী যারা ধর্মে রীতি নীতি কে অস্বীকার করে এই সম্মেলনে অংশগ্রহণ করছেন বলে জানাযায়।
এদিনের এই সম্মেলন থেকে মানুষকে ধর্মীয় বিভিন্ন নিয়ম-নীতি ও আচার আচরণের বিরুদ্ধে সচেতন করতেই এই সম্মেলন। এছাড়াও সরকারি দপ্তরে ধর্মীয় আগ্রাসন বন্ধ করো,মানুষের বাক স্বাধীনতা বিরোধী ২৯৫এ বাতিল করো শিক্ষা ও স্বাস্থ্য ধর্মীয় আগ্রাসন বন্ধ করো সহ এধিক দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এদিন সম্মেলন শুরু আগে বিভিন্ন দাবি লেখা প্লাকেট হাতে নিয়ে একটি মিছিল নবদ্বীপ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং সম্মেলন স্থল পুরাতত্ত্ব পরিষদ ভবনের সামনে এসে উপস্থিত হয়।
সম্মেলন শুরুর আগে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়, এবং আগত প্রতিনিধিদের উদ্দ্যেশে স্বাগত ভাষনের মধ্য দিয়ে নাস্তিক মঞ্চের সম্মেলন শুরু হয় এদিনের নাস্তিক মঞ্চের প্রথম রাজ্য সম্মেলন ২০২৪ ।