আবদুল হাই, বাঁকুড়াঃ আনন্দ বিনোদনের সময় কমছে, এমনকি মানুষ মাঠমুখীও তেমনভাবে হচ্ছেননা, এর পিছনে দায়ী মোবাইল। এই কথা যখন অনেকে বলছেন ঠিক তখনই অন্য ছবি বাঁকুড়ার ইন্দাসে।
সব কিছু দাবিকে ভুল প্রমাণ করে একসময়ের গ্ৰাম বাংলার ঐতিহ্যবাহী খেলা দড়ি টানাটানিতে মাতলেন অবিবাহিত বিবাহিত মহিলারা। বিশ্বের বিভিন্ন দেশে এই খেলা আজও প্রচলিত।দড়ি টানাটানি খেলা মূলত শক্তি পরীক্ষার খেলা।পেশি শক্তির পাশাপাশি খুব বল প্রয়োগের দরকার হয় এই খেলায়। এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া দশরথবাটি গ্ৰামে আবার দেখা গেল হারিয়ে যাওয়া দড়ি টানাটানি খেলাটি। এদিনের খেলায় অবিবাহিত মেয়েরা জয়লাভ করে।