নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অবৈধ মাটি বুঝাই ট্রাক্টরের ধাক্কায় সাত বছরের শিশুর মৃত্যু। মৃতদেহ আটকে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদীয়ার পলাশীপাড়া থানার সাহেবনগর মধ্যমপাড়ার। মৃত ওই শিশুর নাম অপু বিশ্বাস, বয়স সাত বছর। জানাযায় এদিন ওই শিশু যখন সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই একটি মাটি বোঝাই টাকটার দ্রুত গতিতে এসে আচঙ্কায় ওই শিশুটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়ে মৃত্যু হয় ওই শিশুর। যদিও ট্রাক্টর নিয়ে পালিয়ে যায় ঘাতক চালক। এরপরই শুরু হয় এলাকায় উত্তেজনা। ওই রাজ্য সড়ক অবরোধ করতে শুরু করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশীপাড়া থানার পুলিশ। পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি দীর্ঘ পাঁচ বছর ধরে ওই এলাকা দিয়ে গঙ্গা থেকে বেআইনিভাবে মাটি কেটে একাধিক ট্রাক্টর দ্রুত গতিতে চলাচল করে। এর আগেও ছোট বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এলাকাবাসী। অভিযোগ পুলিশের মতে চলে এই বেআইনিভাবে মাটি কাটার কাজ। একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। গ্রামবাসীরা অভিযোগ করেন প্রশাসন টাকা নিয়ে এই অবৈধভাবে মাটি কাটার বিষয়টি নজর এড়িয়ে থাকে। প্রায় ঘন্টা ৫ অবরোধ চলার পর দোষীদের গ্রেপ্তার এবং সঠিক শাস্তির আশ্বাস দিলে অবশেষে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই অবৈধভাবে মাটি কাটার কাজ বন্ধ করতে হবে। পাশাপাশি এই দুর্ঘটনার পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যদিকে সাত বছরের ওই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
Home রাজ্য দক্ষিণ বাংলা অবৈধ মাটি বুঝাই ট্রাক্টরের ধাক্কায় সাত বছরের শিশুর মৃত্যু, মৃতদেহ আটকে রেখে...