দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দেহে-মনে শক্তিশালী সমাজ গঠনে ক্যারাটের গুরুত্ব অনেক। অপরাধমূলক ঘটনা যখন বাড়ছে, তখন আত্মরক্ষার কৌশল ছোটো থেকেই শেখা জরুরি হয়ে পড়েছে। তাই ছোটদের আঁকা আঁকি, নৃত্য, আবৃত্তি, সঙ্গীতের পাশাপাশি ক্যারাটের দিকেও ঝোঁক বাড়ছে। কারণ আজ যারা ছোটো, তারাই তো ভবিষ্যতের নাগরিক। বীরভূম জেলার দুবরাজপুরের ইউথ কর্ণার ক্যারাটে একাডেমির ১১ জন খুদে আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতায় সফল হয়ে দুবরাজপুরের নাম উজ্জ্বল করল। পশ্চিম বর্ধমান জেলার উখড়ার এস.এস. ক্যারাটে ট্রেনিং সেণ্টারের উদ্যোগে এবং ইণ্টারন্যাশনাল বুডো ক্যারাটে অর্গানাইজেশনের সহযোগিতায় *ওয়ামা কাপ* ওয়ান ডে নক আউট ক্যারাটে টুর্ণামেন্ট ২০২৪-এর আয়োজন করা হয়। এই টুর্ণামেন্ট গত ১৭ মার্চ উখড়ার কুঞ্জ বিহারী হাই স্কুলে আয়োজিত হয়। সেখানে বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ছাড়াও একাধিক জেলার দুই শতাধিক ক্যারাটে প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে দুবরাজপুর ইউথ কর্ণার ক্যারাটে একাডেমির পক্ষ থেকে সপ্তিক বহড়া ৮ বছরের নীচের গ্রুপে ফাইটে প্রথম ও বেসিকে দ্বিতীয়, সমৃদ্ধি নায়ক ফাইটে দ্বিতীয়, বেসিকে তৃতীয়, বহ্নি চক্রবর্তী বেসিকে প্রথম স্থান অধিকার করেছে। অতুল বাউরী ১০-১২ বছর গ্রুপে ফাইটে প্রথম, ঋষভ দত্ত ফাইটে দ্বিতীয়, অরন্য মণ্ডল ফাইটে তৃতীয়, শ্রেয়া ধন ফাইটে তৃতীয়, কমলিকা মাহাতা ফাইটে তৃতীয় স্থান অধিকার করে। তাছাড়াও ১২-১৪ বছর গ্রুপে ঋধিমা ব্রহ্মচারী ফাইটে প্রথম, সমৃদ্ধি দে ফাইটে দ্বিতীয়, নমন সিংহানিয়া ফাইটে তৃতীয় স্থান অধিকার করেছে। দুবরাজপুর ইউথ কর্ণার ক্যারাটে একাডেমির ১৫ জন ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তার মধ্যে ১১ জন প্রতিযোগী সফল হয়েছে। তাই তাদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দিয়েছেন উদ্যোক্তারা। ক্যারাটে একাডেমির ছাত্রছাত্রীদের এই সাফল্যে খুশি ক্যারাটে প্রশিক্ষক সেনসাই অলক চ্যাটার্জি ও সিদ্দিক মিয়া। সেনসাই অলক চ্যাটার্জি জানান, দুবরাজপুর ইউথ কর্ণার ক্যারাটে একাডেমির ১৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল ওয়ামা কাপ ওয়ান ডে নক আউট ক্যারাটে টুর্ণামেন্টে। তাদের মধ্যে ১১ জন সফল হয়েছে। যাঁরা আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তাঁদের অভিভাবকদের সহযোগিতা থাকলে তারা রাজ্য ও জাতীয় স্তরে অংশগ্রহণ করবে।