সাত সকালে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থীর মনোজ টিজ্ঞার অভিনব প্রচার।

0
61

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার সাত সকালে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থীর মনোজ টিজ্ঞার অভিনব প্রচার। সাত সকালে ট্রেনে প্রচার শুরু করে বিজেপি প্রার্থী। এদিন সকালে দলগাঁও রেল স্টেশনে প্রচারে মনোজ টিজ্ঞা। কথা বলেন রেল যাত্রীদের সঙ্গেও।