নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- এলাকায় রমরমিয়ে চলছে হেরোইন বা পাতার ব্যবসা। আর সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে মিলছে মিথ্যা মামলায় ফাঁসানো বা মারধর করার হুমকি। আর সেই ঘটনার বিহিত চেয়ে শুক্রবার শান্তিপুর থানার দ্বারস্থ হলেন কুণ্ডুপাড়া এলাকার মানুষজন। সূত্রের খবর, শান্তিপুর থানার কুন্ডু পাড়া এলাকার একটি বাড়ী থেকে গত কয়েক মাস যাবৎ লাগাতার হেরোইন বিক্রী সহ একাধিক অসামাজিক মূলক কাজ শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার জেরে একদিকে যেমন বাড়ছে চুরির ঘটনা, তেমনই নষ্ঠ হচ্ছে পরিবেশ। অভিযোগ, ঘটনার প্রতিবাদ করতে গেলে মিলছে হুমকি। অভিযোগ বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। আর এর পরই শুক্রবার গ্রামের মহিলারা শান্তিপুর থানায় এসে প্রতিবাদ জানিয়ে ঘটনার বিহিত চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা এলাকায় রমরমিয়ে চলছে হেরোইন বা পাতার ব্যবসা, বিহিত চেয়ে শুক্রবার শান্তিপুর থানার...