দুটি পৃথক জায়গায় কয়লা আটক করল দুবরাজপুর থানার পুলিশ।

0
47

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- অবৈধ কয়লা পাচার করতে গিয়ে ধরা পড়ে গেল দুবরাজপুর থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাত্রে পন্ডিতপুর মোড় এলাকায় চলছিল নাইট পেট্রোলিং, সেই সময় একটা পিকআপ ভ্যান অবৈধ কয়লা বোঝায় করে আসছিল। অবৈধ কয়লার উপর চাপানো ছিল ক্যারেট এবং তারউপর ত্রিপল দিয়ে ঢাকা ছিল। পিকআপ ভ্যান তল্লাশি চালাতেই বেরিয়ে আসে অবৈধ কয়লা। চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। গ্রেপ্তার করা হয় চালককে। জানা গেছে ওই পিক আপ ভ্যানটিতে প্রায় ২ টন অবৈধ কয়লা পাচার হচ্ছিল।
পাশাপাশি এদিন গভীর রাতে দুবরাজপুরের হেতমপুর মডেল স্কুলের কাছে ফাঁকা মাঠ থেকে পাচারের আগে জড়ো করে রাখা অবৈধ কয়লা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। যদিও সেখানে কেউ ছিলনা। ফাঁকা জায়গা থেকে পুলিশ প্রায় ৮ টন অবৈধ কয়লা উদ্ধার করে। কারা এবং কি উদ্দেশ্যে এই অবৈধ কয়লা পাচার করছিল এবং কারা কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ।