নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রার্থী পরিচিতি করালেন চাঁদুড়িয়া এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি।পরিচিতি বা নির্বাচনী জনসভা। চাঁদুড়িয়া এক নম্বর জিপির যুব সংঘের মাঠে।জেলা,ব্লক,ত্রিস্তর পঞ্চায়েতের সদস্য সদস্যা নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। আজ চাঁদুরিয়া এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে পরিচিতি এবং সংক্ষিপ্ত জনসভা করলেন রানাঘাট লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমনি অধিকারী এখানে সংক্ষিপ্ত বক্তব্য রেখে তিনি চাকদা ব্লকের রাওতারি এবং ঘেটুগাছি অঞ্চলে গেলেন পরিচিতি হতে এলাকার মানুষসহ মতুয়া সম্প্রদায়ের মানুষ উৎসৃত এবং আনন্দিত একজন ডাক্তার মানুষকে প্রার্থী হিসেবে পাওয়ার কারণে তিনি জানালেন তিনি সব সময় সুখ দুঃখের সাথী হয়ে পাশে দাঁড়াবেন।