আবদুল হাই, বাঁকুড়াঃ – বিশ্ব জল দিবস ‘ উপলক্ষে আজ বাইশে মার্চ বাঁকুড়া সম্মিলনী কলেজের রসায়ন বিভাগ ও ‘ Aqua Army ‘ এর উদ্যোগে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়। গন্ধশ্বেরী নদী বক্ষে aqua army এর জনা পঞ্চাশ জন সদস্য, অধ্যাপকরা মিলিত হন এবং এ দিনটির গুরুত্ব তুলে ধরেন। সমগ্র বিশ্ব তথা বাঁকুড়াবাসীকে জল সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে, জলের সংরক্ষণ করা ও জলের অপচয় রোধ করতে বাঁকুড়া সম্মিলনী কলেজের aqua army এর আগামী দিনের কর্মসূচি সম্পর্কে অবহিত করেন অধ্যাপক সুশোভন ভৌমিক।
এ সম্পর্কিত একটি স্মারকলিপি তে বাঁকুড়া পুরসভা কে রাস্তার ধারের ট্যাপ থেকে পানীয় জলের অপচয় রোধ করতে উদ্যোগী হতে অনুরোধ করা হয়। এছাড়া নদী গুলিতে আবর্জনা সমেত নোংরা জল যাতে ফেলা না হয় সেদিকেও দৃষ্টি আকর্ষণ করা হয়।
পরে এবিষয়ে সম্মিলনী কলেজের রামানন্দ অডিটোরিয়াম এ একটি আলোচনা সভার ও আয়োজন করা হয়। মূখ্য আলোচক ছিলেন গুজরাটের পন্ডিত দীন দয়াল ইউনিভার্সিটির অধ্যাপক
কালীসাধন মুখার্জী। তিনি বাঁকুড়ার ভূমিপুত্র হওয়ার কারনে এখনকার জলের ফ্লুরাইড দূষণ সম্পর্কে অবহিত, তাই তিনি তার বক্তৃতায় ফ্লুরাইড দূরীকরণের
সহজ উপায় সম্পর্কে বিশদে আলোচনা করেন। এছাড়াও কলেজ ক্যাম্পাস এ বৃক্ষ রোপণ কর্মসূচি নেওয়া হয়।