ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হল একটি ভুটভুটি ও সরকারি ল্যাম্পপোস্টের ।

0
39

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা : জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হল ভুটভুটি, পাশাপাশি ভেঙে পড়লো রাস্তার ল্যাম্পপোস্ট অন্য একটি ট্রাকের ওপর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের পৌরসভা সংলগ্ন মালদা-বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়কে। জানা গিয়েছে, ভুটভুটিতে করে সরষে নিয়ে গঙ্গারামপুর থানার অন্তর্গত ফুলবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ভুটভুটি চালক সাবেদ আলী। তার বাড়ি বংশীহারী থানার অন্তর্গত টিটলহাটের হাঁপুনিয়া এলাকায়। এরপর তিনি গঙ্গারামপুর শহরের পৌরসভা সংলগ্ন মালদা-বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিলেন। তখনই পেছন থেকে একটি ৬ চাকার ট্রাক এসে তাকে ধাক্কা মারলে ভুটভুটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে ভুটভুটিটি উঠে যায় এবং ভুটভুটিতে থাকা সমস্ত সরষে রাস্তার উপর পরে যায়। অন্যদিকে, ঐ ঘাতক ট্র্যাকটি রাস্তার ডিভাইডারে থাকা গঙ্গারামপুর পৌরসভার তরফে লাগানো সরকারি ল্যাম্পপোস্টে ধাক্কা মারলে সেটিও অপরদিকে দশ চাকার একটি ট্রাকের উপরে ভেঙে পরে। এই ঘটনা ঘটার সাথে সাথেই হুলস্থুল কান্ড ঘটে যায় ঐ এলাকায়। দুর্ঘটনা ঘটায় মালদা বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয়। পথ অবরুদ্ধ হয়ে পরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের ওসি রজত প্রধান। তিনি ঘটনাস্থলে এসে যানজট সরিয়ে দুর্ঘটনাগ্রস্থ ভুটভুটি ও ঘাতক ট্রাকটি আটক করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি গঙ্গারামপুর পৌরসভা সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের দাবি এই স্থানে সিভিক ভলেন্টিয়ার্স ট্রাফিক থেকে নিয়োগ করা হোক। যাতে করে এই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ সঠিকভাবে পরিচালনা হবে। গঙ্গারামপুর পৌরসভা সংলগ্ন এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।