দোল পূর্ণিমার উপলক্ষে নিমায়ের জন্মস্থানে পর্যটকদের ভিড়।।।

0
54

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আর মাত্র কয়েকটা দিন বাকি দোল পূর্ণিমার, ইতিমধ্যেই বহু দূর দুরান্ত থেকে ভক্তরা এসে পৌঁছেছেন মায়াপুরে, ঘুরে দেখছেন নবদ্বীপ ইসকন নিমাইয়ের জন্মস্থান। সূত্রের খবর আনুমানিক প্রায় ৫০০ বছরেরও বেশি পুরনো নিমগাছ রয়েছে মায়াপুরে , মন্দিরের সেবাইত সূত্রে জানা যায়, এই নিম গাছের গোড়ায় নিমাই জন্মগ্রহণ করেছিলেন , প্রভু নিমাই নিম গাছের গোড়ায় জন্মগ্রহণ করেছেন বলে নাম প্রভুর নাম নিমাই রাখা হয়েছে। সারা বছরই এখানে বহু দূর-দূরান্ত থেকে এখানে আসেন ভক্তরা, কিন্তু ইতিমধ্যেই দোল পূর্ণিমার উৎসব উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে পড়েছেন দোল পূর্ণিমা উপভোগ করতে।