আবদুল হাই,বাঁকুড়া:- আগামীকাল দোল উৎসব। ‘রঙের উৎসবে’ মাতবে আট থেকে আশি। বসন্তে ভেষজ আবিরের চাহিদা মেটাতে এবার বাঁকুড়ার ছাতনায় তৈরি হবে ভেষজ আবীর। পরীক্ষামূলক ভাবে তৈরি করে ভাল রকমই সাড়া পেয়েছেন উদ্যোক্তারা। বর্তমান সময়ে বসন্ত উৎসবে চাহিদা বেড়েছে ভেষজ আবিরের। ক্যামিক্যাল যুক্ত আবিরের দিন শেষ, এখন মানুষ ভেষজ আবিরেই দিকেই বেশী ঝুঁকছেন। তাই ক্রেতাদের সুরক্ষা ও চাহিদার কথা মাথায় রেখেই পরীক্ষামূলকভাবে গাঁদা ফুল এবং পলাশ ফুল ব্যবহার করে ভেষজ আবির তৈরীর উপরেই জোর দেওয়া হয়েছে, এবছর কম পরিমাণে তৈরি করা হয়েছে , আগামী বছর প্রচুর পরিমাণে এই আবীর তৈরি করা হবে এবং মানুষের সাথে তুলে দেওয়া হবে বলে বলে জানান ছাতনা ২ নং গ্ৰাম পঞ্চায়েতের অধিনস্ত জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সম্পাদক শংকর চক্রবর্তী।