মালদা উত্তর থেকে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের কংগ্রেসে, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রচারে একে অপরকে টেক্কা দিতে নেমে পরেছে।

0
46

নিজস্ব সংবাদদাতা, মালদা:-মালদায় জমজমাট ভোটের মেলা কোন দল এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ।বিভিন্ন দল এখন জোর কদমে নেমে পরেছে প্রচারে তৃণমূল কংগ্রেস, বিজেপির ও কংগ্রেস ।মালদা উত্তর থেকে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের কংগ্রেসে, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রচারে একে অপরকে টেক্কা দিতে নেমে পরেছে।
তৃণমূল কংগ্রেসের মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সাথে নিয়ে চষে বেড়াচ্ছেন মালদার কালিয়াচক ২নং ব্লক। কখনো হুড খোলা জিপে আবার কখনো পায়ে হেঁটে নিজের সমর্থনে ভোট চাইছেন।অন্য দিকে মালদার রূপকার প্রয়াত বরকত সাহেবের সমাধিতে দোয়া পাঠ করে ভোট প্রচার শুরু করেছে দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী।কোতুয়ালি ভবনে বরকত সাহেবের সমাধিতে দোয়াপাঠ করেন।তাদের সকলকে নিয়ে দোয়া পাঠের পর দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী আনুষ্ঠানিকভাবে ভোট প্রচারে নামেন। মালদার মানুষের জন্য আগামীতে অনেক কাজ করার প্রতিশ্রুতি দেন।তবে জোট না হলেও মালদায় কংগ্রেস নিজের শক্তিতে ভোটে লড়তে প্রস্তুত বলে জানান দেন।দক্ষিণ মালদার বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপির নেতা কর্মী সমর্থকদের নিয়ে,মালদার ইংরেজবাজারে জহরাতলা এলাকার জাগ্রত জহুরাকালীর মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন। বিজেপি প্রার্থী তিনিও এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ।অন্য দিকে উত্তর মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনিও কোমর বেঁধে নেমে পড়েছেন ভোট প্রচার বিভিন্ন পারিবারের সাথে দেখা করেন তাদের সমস্যা কথা শুনেন এবং তাদের এলাকার বিজেপি সাংসদ কোন কাজ করেনি বলে অভিযোগ করেন তিনিও জোর কদমে ভোট প্রচার চালাচ্ছেন।অন্যদিকে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মূর্মুও রতুয়া ২নং ব্লকের পুকুরিয়ার গোবরজনা কালী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করলেন।পাশাপাশি মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসুন ব্যানার্জীও প্রচারে ঝড় তুললেন।