লোকসভা নির্বাচনের কাজ থেকে অব‍্যাহতি চেয়ে MGNREGS চুক্তি ভিত্তিক কর্মিদের ডেপুটেশন পটাশপুর ২ ব্লকের বিডিও কাছে।

0
39

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- লোকসভা নির্বাচনের চুক্তি ভিত্তিক কর্মিদের ভোটের কাজে ব‍্যবহার করা যাবেনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন এর পরেও ভিবিন্ন কাজে বেবহার করা হচ্ছে চুক্তি ভিত্তিক কর্মিদের এর প্রতিবাদে ও লোকসভা নির্বাচনে কাজ থেকে অব‍্যাহতি চেয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের বিডিও কাছে ডেপুটেশন দিল MGNREGS এর চুক্তি ভিত্তিক কর্মিরা। এদিন পটাশপুর ২ নং ব্লকের এবং এই ব্লকের অর্ন্তগত ৭ টি গ্রাম পঞ্চায়েতর ১০০ দিনের প্রকল্পের MGNREGS এর চুক্তিভিত্তিক কর্মিরা ডেপুটেশন দেয়। পটাশপুর ২ নং ব্লকের চুক্তি ভিত্তিক কর্মিদের দাবি বিগত ২০০৭ সাল থেকে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত থাকলেও, সরকারের বিভিন্ন জন কল্যাণ মুখী প্রকল্প থেমন–দুয়ারে সরকার, সমস্যার সমাধান, বিভিন্ন প্রকার ভাতা প্রদান প্রকল্প। PMAY, স্বচ্ছ ভারত মিশন এছাড়াও জন্ম মৃত্যু শংসা পত্র প্রদান, পাড়া- বৈঠক এক বিভিন্ন প্ল্যান পোর্টালে ডাটা এন্ট্রির কাজ করতে হয়। সম্প্রতি গত ১৬ ই মার্চ, ২০২৪, ভারতের মুখ্য নির্বাচনী আধিকারিক, লোকসভা নির্বাচন ২০২৪ এর জন্য Press Release -মারফৎ ঘোষনা করেছেন চুক্তি ভিত্তিক কর্মিদের নির্বাচনের কাছে ব্যবহার করা যাবে না।

তাই আজ পটাশপুর ২ ব্লকের MGNREGS এর সমস্ত চুক্তি ভিত্তক কর্মিরা এক সাথে এসে পটাশপুর ২ ব্লকের মাননীয় বিডিও শঙ্খ ঘটক সাহেবের নিকট ডেপুটেশন দেওয়া হলো আসন্ন নির্বাচনের বিভিন্ন কার্য কলাপ থেকে অব্যাহতি পাওয়ার জন্য।