আবদুল হাই, বাঁকুড়াঃ- ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে এখন বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েছে বসন্তের আবির রং।
হিন্দু সম্প্রদায়ের এই উৎসব এখন আর সীমাবদ্ধ নেই এই সম্পদের মধ্যে।
বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এক মহামিলনের মেলাতে পরিণত বসন্ত উৎসব।
বসন্তে লাল নীল হলুদ সবুজ বিভিন্ন রঙের আবিরে প্রিয়জনদের রাঙিয়ে উৎসবে মেতে ওঠে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।
আর এরকমই এক অপূর্ব নজির দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শিমুলিয়া গ্রামে।
শিমুলিয়া, দশরথবাটি গ্রামে হিন্দু- মুসলিম সকল সম্প্রদায়ের কচিকাঁচারা ঋতুরাজ বসন্তের হোলি উৎসবে মেতে উঠেছে লাল, নীল, হলুদ, সবুজ আবিরে। ধর্ম এখানে বড় কথা নয়, ধর্মের বেড়াজাল এখানে কোন বাধাও নয়। সর্বধর্মের মিলন তীর্থ ভারতবর্ষের এক খন্ড চিত্র বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শিমুলিয়া, দশরথবাটি গ্রামে উঠে এলো, যা দেখি চোখ জুড়িয়ে যায়, হৃদয়ে বিরাজ করে রাশি রাশি প্রশান্তি।
শিমুলিয়া, দশরথবাটি গ্রামের এই মহামিলন, হিন্দু মুসলিম ঐক্যের নজির সকলকে মুগ্ধ করে বারবার।
Home রাজ্য দক্ষিণ বাংলা বসন্তের উৎসবে হিন্দু মুসলিম সম্প্রদায়ের কচিকাঁচারা মেতে উঠলো লাল, নীল সবুজ হলুদ...