নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিন দিনাজপুর:- রেল স্টেশন উন্নয়নে আরো একধাপ এগোলো বালুরঘাট রেল স্টেশন। ইতিমধ্যেই বালুরঘাট রেল স্টেশনে দ্বিতীয় প্ল্যাটফর্মে যাওয়ার জন্য দ্বিতীয় ফুট ওভারব্রিজ, এস্কেলেটর এবং লিফট তৈরির কাজ শুরু হয়েছে। এদিন ওই কাজের ফাউন্ডেশন তৈরির পাইলিং শুরু হয়। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এদিন বালুরঘাট রেল স্টেশনে আসেন সাইট ইঞ্জিনিয়ার শামীম আখতার। তিনি জানান ৭ থেকে ৮ মাসের মধ্যে কাজ শেষ হবে। তিনি আরো জানান এরপর প্ল্যাটফর্মে সেডের কাজ এবং তিন নম্বর প্লাটফর্মের কাজ শুরু হবে।
স্বাভাবিকভাবেই এর ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।