খেলব দোল :: রাণু সরকার।।

0
111

কেনো গো আছো বন্ধ করে দ্বার,
খোল হৃদয়ের দুয়ার

বিষন্নতাকে ফেলে
দাঁড়াও চতুর্ভুজের কোণে
নতুন করে রাঙিয়ে তোল
দুঃখ রেখো না মনে

চতুর্দিকে রঙের দিপ্তী
পুষে রেখে আঁধারে করলে কেনো সমাপ্তি?

উপসংহার যাও ভুলে, করো প্রস্তাবনা,
এসো, তবে রঙের ঢেউয়ে দোল খাই দু’জনা।

দুপুরের রোদ মেতেছে মদিরায়,
এখনো দেখ, লাল রঙেতে আত্মাহারা বেলা
শেষের সময়।

ডালে ডালে ফাগুনের ফুল ফুটেছে,
রঙ্গে রসে ভুবন মেতেছে-
দেখেও কি তোমার মন হয়না চঞ্চল?
বেদনা গুলো ফেলে দিয়ে এসো চন্দ্রালোকে
খেলব দোল!