শেষ পর্যন্ত বিজেপি দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করল।

0
60

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-শেষ পর্যন্ত বিজেপি দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করল। বিদায়ী সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে যে ফের আর এই কেন্দ্রে প্রার্থী করা হবে না, তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তবে এই আসনে অগ্নিমিত্রা পালের দাঁড়ানোর সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল।

তাঁর নামে দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের স্বপ্না মার্কেট, বি-ওয়ান মোড়ে দেওয়াল লিখনও হয়েছিল। যদিও দলীয় নেতৃত্বের নির্দেশে দ্রুত তাঁর নাম মুছে দেন। শেষ পর্যন্ত রবিবার সন্ধ্যায় দিলীপ ঘোষের নাম ঘোষণা করা হল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে। দিলীপ ঘোষের নাম ঘোষণা হতেই উচ্ছাসে মেতে ওঠে দলীয় কর্মী সমর্থকেরা। রবিবার সন্ধ্যায় নাম ঘোষণা হতেই দেওয়াল লিখতে ময়দানে নামেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা। সোমবার সকাল ১১ টা নাগাদ বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে এসে পৌঁছান দিলীপ ঘোষ। দুপুর ১২টা নাগাদ পানাগড়ের উদ্দেশ্যে রওনা দেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ।
বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছে কর্মী সমর্থকদের উজ্জীবিত করার পাশাপাশি সকলের সাথে দোল পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করেন, পাশাপাশি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সোমবারের বর্ধমানে কর্মসূচি সমাপ্ত করেন দিলীপ। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই সহ বিজেপির আরও অন্যান্য নেতা কর্মীরা।
দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সারা বাংলায় বিজেপি যে জায়গায় অবস্থান করছে, তার মূল কান্ডারী হল দিলীপ ঘোষ। আঠারো সালের পঞ্চায়েত ভোট উনিশ সালের লোকসভা ভোট এবং একুশ সালে বিধানসভা ভোট যার নায়ক হলেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভায় তাকে পাঠানো হয়েছে তার জন্য মোদি, অমিত শাহ এবং নাড্ডা-জী-কে ধন্যবাদ জানাই। লক্ষণ ঘড়ুই আরও বলেন, বিগত বিধানসভা ইলেকশনে আমাদের বহু কর্মী আক্রান্ত হয়েছে, অনেক কর্মী খুন হয়েছে এবং অনেক বিজেপি কর্মী বর্তমানে ঘর ছাড়াও আছে, দিলীপ ঘোষ কে পেয়ে সকলে বেরিয়েছেন।আমরা সকলে খুশি। দিলীপ ঘোষ বর্তমানে ঢোকার সাথে সাথেই একটা ভায়াব্রেট তৈরি হয়েছে। দুর্গাপুর থেকে এক লক্ষ ভোটের লিড দেওয়ার কথার পাশাপাশি দুই লক্ষ ভোটে জেতার কথা বলেন লক্ষণ ঘোড়ুই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিরতি আজাদকে কটাক করতেও ছাড়েননি দুর্গাপুর পশ্চিমের বিধায়ক, তিনি বলেন তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে সে বহিরাগত। বাংলার কৃষ্টি সংস্কার কিছুই জানেন না।
সোমবার সাংবাদিক সম্মেলন থেকে প্রার্থী দিলীপ ঘোষ বলেন, আজকে দুর্গাপুরে হোলি খেলব মঙ্গলবার বর্ধমানে মহারাজার হোলি আছে, আমি সকালে চলে আসব। একশো আট শিবমন্দির দর্শন করব, সর্বমঙ্গলা মন্দির যাব তারপরে সকলের সাথে দোল খেলব।
দিলীপ ঘোষ বলেন “বর্ধমান জেগে আছে ঘুমিয়ে পড়েনি আজ আবারো প্রমাণ পেলাম। এখানকার কর্মীরা বহু সংঘর্ষের সাক্ষী বহু অত্যাচার সহ্য করেও ঝাণ্ডা উঁচু করে আছে। আজকে থেকে আবারো নতুনভাবে ময়দানে নামলো তারা। আমার বিপরীতে কোন প্রার্থী আছে আমি দেখি না আমি কাজ করে দেখাই। মেদিনীপুরে আমার হাতে তৈরি টিম ছিল এখানে টিম যাই হোক পিচ যেমনই হোক ব্যাটসম্যান আমি। আমি জেতার জন্য লড়াই করি”। খেলা সবে শুরু আর ফার্স্ট বলেই ছক্কা বলেও দাবি করেন দিলীপ ঘোষ।