পুর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার অন্তরগত মুগবেড়িয়াতে দ্যা R C M স্বপ্নীল ক্যারাটে স্কুল এই স্কুলে গ্রামের সাধারণ পরিবারের ছেলে মেয়েদের বিনামুল্যে আত্মরক্ষার কৌশল হিসাবে শেখানো হয় ক্যারাটে। আর এখানেই কারাতে শিখে দেশ বিদেশে কারাতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এই স্কুলের ছাত্র ছাত্রিরা। ন্যাশনাল, ইন্টারন্যালনাল ও BSF এই আয়োজনে কারাতে প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয়, তৃতীয় হয়ে শোনা,রুপা ও ব্রোঞ্জ এর মেডেল জিতছে এই ক্যারাটে স্কুলের ছাত্র ছাত্রিরা।
গত কয়েকদিন আগে BSF এর আয়োজনে কারাতে প্রতিযোগিতায় এই স্কুল থেকে অংশগ্রহণ করেছিল ২৫ জন ছাত্র ছাত্রি তাদের সবাই জিততে শোনা রুপো ও ব্রোঞ্জ এর প্রদক। দ্যা RCM স্বপ্নীল ক্যারাটে স্কুল মুকুটে রয়েছে আরো অনেক ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার পুরস্কার ও মেডেল। এই স্কুলের পরিচালনা করেন সন্দীপ মাইতি ও ওনার সহ ধর্মিনি ওনারা নিজের খরচে চালান এই ক্যারাটে স্কুল। এই ক্যারাটে প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানধীকারি দের ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান সন্দীপ বাবু তিনি জানান করোনা লকডাইন থেকেই তাদের এই সংস্থার শুরু করেন গ্রামের ছেলে কাথা চিন্তা করে আগামী দিনে এই সংস্থাকে আরো বড়ো করার চিন্তাভাবনা রয়েছে সন্দীব বাবুর কথায় এই স্কুল থেকে আগামীদিনে একজন ছাত্র ছাত্রি অলিম্পিক খেলতে গেলে নিজেকে ধন্য মনে করবো। সন্দীপ বাবুর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ থেকে অভিভাবক অভিভাবিকারা।
এখানে ক্যারাটে শেখান শাগর কামরাই তার কাছে ক্যারাটে শিখে মেডেল জিতছে ছেলে মেয়েরা।