অন্তর উচাটন : রাণু সরকার।।

0
52

অন্তর উচাটন মতপ্রকাশ করার ভালো পরিবেশ দেখছি না,
আমার গৃহাশ্রমের বাতায়ন দিয়ে দেখি বৃক্ষবল্লরির মঞ্জরি আসেনি, পরিযায়ীর মধুর কন্ঠে ডাক শুনতে পেলাম না,সে তো সুদিনের প্রণয়ী, অনুরাগ লাভের উপযুক্ত।

মহাকাশে দৃশ্যমান আলোকবিন্দু জাজ্বল্যমান ছিলো,কালো মেঘে হয়তো রেখেছে ঢেকে,
আগের মতো আকর্ষণ করে না-
তবে কি রঙগমঞ্চে অভিনয়ের সমাপ্তিসূচক?
মহীয়ান ক্লেশসহিষ্ণু কোন গ্রন্থ হবে ‘রসাতল’-বাতায়ন
আর খোলা হয় না বন্ধই থাকে।
হৃদয় তরঙ্গায়িত? বিকশিত হবে উদারহৃদয়ের জুড়িদার খুব একটা দেখা যায় না-

স্থানত্যাগের পরিকল্পনা কিন্তু গমনের লক্ষ্যস্থল কোনটি নেই জানা- কোলাহলমুক্ত স্থান আর নেই কেমন যেন অসংযতভাব শরাবে আসক্ত বেলেল্লাপনা-
একাকীত্বের ভারে পীড়িত, নিভৃত হৃদয় চায়,
চক্রাকারে ভ্রমণ করে হৃদয় খনন করার চেষ্টা’
সেই যে আমাদের অন্তরের সঙ্গে সম্পর্কের ক্ষণগুলি বেপাত্তা।
বসন্তদূত – বসন্তের আগমন ঘোষণা করে চলে গেলো বেপাড়া- আর প্রীতিভাজন হবে না–
তুমি কাব্যে থাকার উপযুক্ত, দৃষ্টিবিনিময় করে করে দৃষ্টিক্ষুধায় অতিশয় ক্লান্ত ।