নির্বাচন বিধি লাগু হওয়ার পরেও বিডিও অফিস থেকে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ মুরগির বাচ্চা বিতরণ পঞ্চায়েত সদস্যদের, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে সরব বিরোধীরা

0
43

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  মুরগির বাচ্চা দিয়ে ভোটকে প্রভাবিত করার অভিযোগ নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসনের বিরুদ্ধে।
নির্বাচন ঘোষণা হওয়ার পরেও নির্বাচনবিধি ভাঙল কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসন এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন কৃষ্ণগঞ্জ ব্লকের বিজেপি নেতা অমিত কুমার পরামানিকের। তিনি বলেন সরকার আর দল গুলিয়ে ফেলেছে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস। তাই সরকারি পরিষেবা পৌঁছাতে গিয়েও তৃণমূল নেতৃত্বে উপস্থিত থাকে, শুধু তাই নয় এ তো সামান্য মুরগির বাচ্চা , এর আগে নির্বাচনেও আমরা দেখেছি গৃহ আবাস যোজনা থেকে শুরু করে লক্ষীর ভান্ডার স্বাস্থ্য সাথী নানান সরকারি প্রকল্প করিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে। এবার নতুন মাত্রা যোগ করল মুরগির বাচ্চা বিলি । এই ঘটনার বিষয় তথ্য সহ তারা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করিয়ে আধিকারিকের শাস্তির দাবি করবেন সে কথা স্পষ্ট জানিয়েছেন তিনি ।

সিপিআইএম কৃষ্ণগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকেও এ ধরনের স্বজনপোষণ প্রসঙ্গে তীব্র ধিক্কার জানান। লোকাল কমিটির সম্পাদক সুপ্রভাত দাস জানান, এভাবে প্রতিদানের মধ্যে দিয়ে মানুষকে প্রভাবিত করে গণতান্ত্রিক নিরপেক্ষ ভোট করা সম্ভব নয় আর সে কথাই নির্বাচন আধিকারিক এর কাছে জানাবেন তাদের দলের পক্ষ থেকে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেও অনড় থাকবেন তারা।

যদিও এ প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও প্রাক্তন যুব সভাপতি গোপাল ঘোষ অবশ্য জানান বিষয়টি তার কাছে এখনো স্পষ্ট হয়নি তবে, যদি এ ধরনের কোন পরিষেবা দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই নির্বাচন বিধি ভঙ্গের আওতায় পড়বে। যা কোনোভাবেই কাম্য নয়।

কৃষ্ণগঞ্জ ব্লক অফিস থেকে নিয়ম মাফিক মুরগির ও হাঁসের বাচ্চা বিতরণ করা হয় । যেহেতু নির্বাচন ঘোষণা হয়েছে হয়ে গেছে সেই জন্য কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক অফিসে মুরগির বাচ্চা বিতরণ না করে কৃষ্ণগঞ্জ বাজার এলাকার একটি আমবাগান থেকে এই মুরগির বাচ্চা বিলি করা হচ্ছে। বাচ্চা বিলির সময় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে দেখা যাচ্ছে বিলি করতে । মুরগির বাচ্চা যে বিলি হচ্ছে তা স্বীকার করে নিয়েছেন কৃষ্ণগঞ্জ ব্লকের মৎস্য দপ্তরের এক কর্মী । তিনি বলেন বি এলডি ওর নির্দেশ মুরগির বাচ্চা বিলি করা হচ্ছে । এই ঘটনায় কৃষ্ণগঞ্জ ব্লক জুড়ে নির্বাচন বিধি লংঘন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ।