নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – নির্বাচনের আগে দল পরিবর্তন নতুন কিছু নয় বঙ্গ রাজনীতিতে। লোকসভা নির্বাচনের আগে ঘরওয়াপসি অভিমানীরা। গত পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার বড়জোড়ায় তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে জয়ী হন একাধিক প্রার্থী।
শুক্রবার তাঁরা আবার তৃণমূলে যোগদান করলেন।
আজ বড়জোড়ার বুড়ো শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল। পরে বড়জোড়ার চৌমাথা মোড়ে অভিমানী তৃণমূলীদের হাতে পুনরায় দলীয় পতাকা তুলে দেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জী, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য দলে পুনরায় ফেরা দাবী ঘরওয়াপসিদের।
অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল এর দাবি ঘরের মেয়ে তৃণমূলের প্রার্থী তাই অভিমানীরা তৃণমূলে ফিরেছেন।
তৃণমূল কে যারা চোর বলে দল থেকে বেরিয়ে যায় তাদের আবার তৃণমূলে যোগদান করানো তৃণমূলের একটা কালচার হয়েছে কটাক্ষ বিষ্ণুপুরের বিজেপি সভাপতি অমরনাথ শাঁখার।