নিজস্ব সংবাদদাতা, মালদা— পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতি (ওয়েবকুপার) রাজ্য সম্মেলন ঘিরে বিতর্ক। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় আজ রাজ্য সম্মেলন। নির্বাচন কমিশনে অভিযোগ কংগ্রেসের। শোকজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাসক দলের প্রভাবিত অধ্যাপক সংগঠনের রাজ্য সম্মেলনের অনুমতি দেওয়া হয়েছে কিভাবে? প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে দারস্থ মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খানচৌধুরী।
যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিস্টার বিশ্বজিৎ দাসের দাবি, নিয়ম মেনে দেওয়া হয়েছে অনুমতি। সঠিক সময়ে কমিশনের শোকজের জবাব দেবে বিশ্ববিদ্যালয়।
যদিও এনিয়ে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করতে রাজি হননি ওয়েবকুপার রাজ্য সভাপতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এদিনের ওয়েবকুপার সম্মেলনে হাজির ছিলেন মালদহ উত্তরের এবং দক্ষিণের তৃণমূল প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায় এবং শাহনাজ আলী রায়হান। শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন। রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারেরও বেশি অধ্যাপক প্রতিনিধি যোগ দিয়েছেন এই সম্মেলনে।