ভোটের বাজারে আগুনে ক্ষতিগ্রস্থদের বাড়ি গুলি পরিদর্শনে গেলে গো ব্যাক স্লোগানের মুখে পড়েন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মণ ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাকে।

0
92

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- লোকসভা ভোট এগিয়ে আসতেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দেওগাঁ গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঝার বেলতলি এলাকায়। অভিযোগ শুক্রবার রাতে কেউ বা কারা ওই এলাকার পাঁচটি বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। তাতে কম বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেকটি বাড়ি। পুড়ে যায় একটি মোটরসাইকেলও। ভোটের বাজারে আগুনে ক্ষতিগ্রস্থদের বাড়ি গুলি পরিদর্শনে গেলে গো ব্যাক স্লোগানের মুখে পড়েন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মণ ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাও। প্রকাশ্যে স্থানীয় তৃণমূল সমর্থকদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন বিধায়ক দীপক বর্মণ। তৃণমূল সমর্থকদের অভিযোগ, বিজেপির প্রার্থী ওই আগুন লাগানোর ঘটনায় সরাসরি তৃণমূলের যোগসাজশের কথা বলে এলাকাটিকে উত্তপ্ত করে তোলেন। তাতেই ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ শুরু করেন তৃণমূল সমর্থকরা। ঘটনার খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ বাহিনী ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শুক্রবার রাতের ওই ঘটনায় এলাকা এখনও থমথমে রয়েছে। আর বিজেপির তোলা সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।