প্রায় ৩৪ টি পরিবার তৃণমূল এর পতাকা তলে আসে, তাদের হাতে তুলে দেন তৃণমূল দলে জেলা সভানেত্রী স্নেহলতা হেমরম।

0
54

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – একদিকে যেমন বিজেপির হাত শক্ত করতে জেলা বিভিন্ন এলাকা মানুষ জমাচ্ছে বিজেপি দলে, পাশাপাশি বিজেপি সহ রাজনৈতিক দল ছেড়ে আসছে তৃণমূল কংগ্রেস। আজ সন্ধ্যাবেলায় বিজেপি সহ বিভিন্ন দল ছেড়ে দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট শহরে ভাটপাড়া পঞ্চায়েতের খিদিরপুর এলাকার প্রায় ৩৪ টি পরিবার তৃণমূল এর পতাকা তলে আসে, তাদের হাতে তুলে দেন তৃণমূল দলে জেলা সভানেত্রী স্নেহলতা হেমরম। খিদিরপুর এলাকার কালিপদ হালদার জানান, তিনি এত দিন ধরে সিপিআইএম পার্টি করে আসতেন, কিন্তু বর্তমানে এই দল ক্ষমতায় না থাকায় কোন উন্নয়নের কাজ করতে পারছে না, উন্নয়নের স্বার্থে এদিন তিনি সহ ৩৪ টি পরিবার টিএমসি পতাকা হাতে তুলে নেন। কালিপদ বাবু জানান উন্নয়নের স্বার্থে তিনি তার পরিবারসহ এলাকার ৩৪টি পরিবারকে নিয়ে যোগ দেন তৃণমূল কংগ্রেস এ।সভানেত্রী স্নেহলতা হেমরম জানা ন, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে আজ সেখানকার ৩৪ টি পরিবার তৃণমূল পতাকা তলে আসে এবং এই যথেষ্ট পরিবারকে তৃণমূল দলে নেওয়া হয়।