কর্মীসভায় রাজ্য নেতা ও বিধায়ক নউসাদ সিদ্দিকে কাছে পেয়ে উজ্জীবিত আই এস এফ কর্মীরা ।

0
42

নিজস্ব সংবাদদাতা, মালদা : — আসন্ন লোকসভা ভোটের আগে নিজেদের সংগঠনকে মজবুত করতে আজ মালদহের কালিয়াচক নজরুল ভবনে কর্মীসভা করলো আই এস এফ
আজকের কর্মীসভায় রাজ্য নেতা ও বিধায়ক নউসাদ সিদ্দিকে কাছে পেয়ে উজ্জীবিত আই এস এফ কর্মীরা ।নজরুল ভবনের কর্মীসভায় প্রচুর আই এস এফ এর কর্মী সমর্থক উপস্থিন হন ।আসন্ন লোকসভা ভোটের আগে বিভিন্ন ইস্যু নিয়ে কর্মীসভায় আলোচনা হয় । নউসাদ সিদ্দিকি সংবাদ মাধমের সামনে এসে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দলের মত ব্যক্ত করেন ।বিজেপির বিভেদের রাজনীতি নিয়ে সোচ্চার হন । এ ছাড়াও কংরেস বিগত ৬০ বছরে কিছুই করেনি বলে তিনি দাবি করেন ।তৃণমূল এবং বিজেপিকে হারানোর লক্ষ্যে রবিবার দক্ষিণ মালদা লোকসভা আসনে সাংগঠনিক কর্মীসভা করেন আইএসএফ।