“বিনা যুদ্ধে নাহি দেবো সূচাগ্র মেদিনী”দুই বন্ধুর লড়াইয়ের প্রসঙ্গ নিয়ে মেদিনীপুর থেকে মন্তব্য বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের।

0
32

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- “বিনা যুদ্ধে নাহি দেবো মেদিনী”দুই বন্ধুর লড়াইয়ের প্রসঙ্গ নিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর শহরে ভোট প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি এমনটাই বললেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল, প্রসঙ্গত মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়ার সঙ্গে বহুদিনের বন্ধুত্ব রয়েছে আসানসোল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের, এই দিন তিনি আরো জানিয়েছেন যুদ্ধে কোন বন্ধু থাকে না, যুদ্ধে কোন প্রিয়জন নেই, যুদ্ধে কোন মা,বাবা,ভাই,বোন,বন্ধু থাকে না, যুদ্ধ যুদ্ধই, স্বাধীনতার যুদ্ধ আমরা দেখেছি আর এটা হচ্ছে আরেক রকম যুদ্ধ, দেশকে বাঁচানোর যুদ্ধ এবং পশ্চিমবঙ্গকে বাঁচানোর যুদ্ধ, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ কিন্তু পশ্চিমবঙ্গ কে বাঁচানোর যুদ্ধ, বিনা যুদ্ধে নাহি দেবো সূচাগ্রহ মেদিনী, সুতরাং তৃণমূলের প্রার্থী আমার বন্ধু হতে পারে কিন্তু এই রাজনীতির লড়াইয়ে তার কোন জায়গা নেই, অন্যদিকে ব্যক্তিগত আক্রমণ নিয়ে এদিন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই লড়াইটা মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াই, সুতরাং ব্যক্তি আক্রমণকে আমি বিশ্বাস করি না, পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভোট আমাদের গণতন্ত্রের অধিকার, সুতরাং সকলেই যাতে ভোট শান্তিপূর্ণভাবে দিতে পারে সেই আশা রাখব।