বেশ কিছু পরিবার তৃণমূল এবং বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ওখান থেকে আসল জেলার লোকসভা ভোটের আগে দলবদলের পালা জমে উঠেছে। শংকর এলাকায় বেশ কিছু পরিবার তৃণমূল এবং বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীদের বক্তব্য, তৃণমূল প্রশাসনের বিরুদ্ধে তারা বাধ্য হয়ে বিজেপি পতাকাতলে চলে আসে। কারণ তাদের বক্তব্য মোদি যেভাবে পশ্চিমবাংলা তথা দক্ষিণ দিনাজপুর জেলা উন্নয়ন করছে সম্প্রতি বালুরঘাটে ট্রেন একের পর এক দিয়ে যাচ্ছেন মোদির এই উন্নয়নে বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার হাত শক্ত করতে তারা বিজেপি দলে যোগদান করে। তাদের হাতে পতকের দলীয় পতাকা তুলে দেন তপন ব্লকের বিধায়ক মুদ্রা টুডু জেলা সম্পাদক স্বরূপ চৌধুরী। প্রতিদিন ভোটের আগে চলছে জেলা জুড়ে দলবদলের পালা। বলতে গেলে এক কথা খেলা জমে গেছে। তপন ব্লকের বিধায়ক বুদরাই টুডু জানান তৃণমূলের অত্যাচার এবং তৃণমূলের অপসারণ তপন ব্লকের বাদশংকর এলাকার মানুষ অত্যাচারিত হয়ে অত্যাচারে হাত থেকে বাঁচতে বিজেপি পতাকা তলে আসো এবং বালুরঘাটে সাংসদ সুকান্ত মজুমদারের হাত শক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *