নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সহস্রতারা তারাদের খোঁজে পাঠশালা, যে সমস্ত শিশুরা স্কুলে যেতে পারেন না তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য। কৃষ্ণনগরের অতী পরিচিত সহস্রতারা তারা বিগত তিন বছর ধরে তারাদের খোজে পাঠশালা গড়ে তুলেছেন কৃষ্ণনগর বেলেডাঙ্গা মোড়ে, রেললাইনে ধারে যে সমস্ত পরিবারগুলো আছেন সেই পরিবারের বাচ্চাদের নিয়ে। উমা তালুকদার ও সহস্রতারা সদস্যরা বলেন ঐ সমস্ত বাচ্চাদের পড়াশোনার জন্য বই খাতা থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম সারা বছর তারা দিয়ে থাকেন। তারা এও জানান কৃষ্ণনগরে আরেকটি জায়গাতেও তারা ঠিক এই ধরনেরই বেশ কিছু বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা করেছেন। তারা বলেন কৃষ্ণনগরের মোট দুটি জায়গায় এই ধরনের পাঠশালা গড়ে তুলেছেন। ওই সমস্ত বাচ্চাদের তারা সপ্তাহে পাঁচ দিন পড়াশোনার ব্যবস্থা সঙ্গে তাদের পুষ্টিকর খাদ্যের সুব্যবস্থা করে থাকেন। তাছাড়াও বিগত ছয় বছর ধরে তারা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যেই থাকেন যেমন ভরা লক ডাউনে নদীয়ার শান্তিপুরে দুর্বার গোষ্ঠীর যে সমস্ত শিশুরা ছিলেন তাদের পুষ্টিকর খাবার সহ পোশাক দিতেও দেখা গেছে। উমা তালুকদার কেউ জানান তারা সারা বছর বিভিন্ন এলাকার দুস্থ মানুষদের বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এমনকি শীতের সময় দুস্থ মানুষদের শীতবস্তু দিয়ে থাকেন এবং পুজোর সময় পূজোর নতুন পোশাকও দুস্থ মানুষদের দিয়ে পাশে দাঁড়াতে দেখা গেছে একাধিকবার। ওই পাঠশালার শিশুদের দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকেন।ও আজ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সহস্রতারা সদস্যরা জানান আগামী ৬ই এপ্রিল এই সমস্ত বাচ্চাদের নিয়ে তারা এক বসন্ত উৎসব আয়োজন করেছেন। চলুন এই বিষয়ে উমা তালুকদার ও সহস্রতারার সদস্যরা কি জানালেন শোনাবো আপনাদের।
Home রাজ্য দক্ষিণ বাংলা সহস্রতারা তারাদের খোঁজে পাঠশালা, যে সমস্ত শিশুরা স্কুলে যেতে পারেন না তাদেরকে...