মালদার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি গোরু পাচারকারীর।

0
70

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ফের মালদার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি গোরু পাচারকারীর। জানা গেছে, মঙ্গলবার রাতে একদল বাংলাদেশি গোরু পাচারকারী হবিবপুর থানার জাজইল অঞ্চলের নব ধরম গ্রামের ইটাঘাঁটি ক্যাম্প এলাকায় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। এরপর তারা গোরু ও মহিষ পাচারের চেষ্টা করে। ওই সময় সীমান্তে টহলরত বিএসএফ-এর ১৫৯নং ব্যাটেলিয়নের জওয়ানরা তাদের বাধা দিলে তারা উল্টে বিএসএফ-এর উপর হামলা চালায় বলে খবর। ওই সময়য় বিএসএফ পাল্টায় গুলি চালালে সেই গুলিতে এক বাংলাদেশি গোরু পাচারকারীর মৃত্যু হয়। এবং বাকিরা পালিয়ে যায়। এরপর বিএসএফ ঘটনাস্থল থেকে চারটি গোরু এবং চারটি মহিষ উদ্ধার করে।