প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় খাল কাটায় প্রতিবাদ করলেন গ্রামবাসীরা।

0
49

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় খাল কাটায় প্রতিবাদ করলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলা সাঁকরাইল থানার অন্তরগত হিরাপুর উত্তর পাড়ায়। এলাকার বাসিন্দারা আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সারেঙ্গা খাল কাটা নিয়ে প্রতিবাদ জানালেন । গ্রামবাসীদের অভিযোগ এর আগে ১০ বছর আগে এই খাল কাটার সময় কথা দিয়ে ছিল খালের পাড় বাঁধিয়ে দেবো, সেই কথা রাখেনি তার ফলে রাস্তা ধসে গিয়ে সরু হয়ে যাচ্ছে, পাকা রাস্তা চির খেয়ে তলিয়ে গেছে খালে । শৌচালয় হেলে আছে কয়েকটা বাড়ির কাছেও ধস নেমেছে। তাই গ্রাম বাসীরা আশঙ্কা করছেন এইবারে ও যদি খাল কটা হয় তাহলে রাস্তা সহ বাড়ি ভেঙে পড়বে । তাই গ্রাম বাসীরা খাল কাটার আগে পাড় বাঁধাক তারপর খাল কাটুক । কাজ শুরু হয়েছিল গত কাল থেকে গ্রামবাসীরা সেই কাজ বন্ধ করে দেন । আজ আসেন ইরিগেশন দপ্তরের অফিসাররা তাদের ঘিরেও একই দাবি জানান তাঁরা । ঘটনাস্থলে আসেন সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজাতা টকাল তাদের সামনে ইরিগেশন থেকে আশ্বাস দেন যেই সব জায়গাতে ধস নামবে সেই জায়গাতে মেরামত করবেন এই আশ্বাসাসে আপাতত কাজ শুরু হয়েছে । বিধায়ক প্রিয়া পাল ফোনে মাধ্যমে জানান খাল কাটার জন্য দীর্ঘদিন লড়াই করে খাল কাটার কাজ শুরু হয়েছে । এই খাল কেটে জমিতে চাষ হয় আবাদা, ঘোড়াঘাটা, নলপুর,উলা এলাকায় । খাল বুঝে যাচ্ছে জল নিকাশি ব্যাবস্থা নষ্ট হয়ে যাচ্ছে । খাল কাটা হবে কোনো মানুষের ক্ষতি করে নয় , কোনো জায়গাতে ধস নামলে সেই খানে পাইলিং করে দেওয়া হবে । পঞ্চায়েত প্রধান সুজাতা টকাল বলেন গ্রাম বাসীদের কথা ঠিক আগে তারা ঠকেছেন তবে ইরিগেশন থেকে বলেছেন কমকরে ১০০ থেকে ৫০০ ফুটের মতো খাল কাটার পরে পাড় বাঁধাবার সরঞ্জাম পড়বে। বাসিন্দারা জানান যে তারা কেউ সরকারি জমিতে বাস করছেন না তাদের নিজস্ব দলিল করা জমিতেই থাকেন । এত আশ্বাসের পরেও গ্রাম বাসিন্দারা মন থেকে বিশ্বাস করতে পারছেন না অতীতের কাজ দেখে । ভবিষ্যতে যদি রাস্তা ধসে যায় তাহলে যাতায়াত করা বন্ধ হবে । এখন দেখার ১০০ থেকে ৫০০ ফুটের মধ্যে খাল কাটার পর পার বাঁধাবার সরঞ্জাম আসে কিনা সেই দিকে তাকিয়ে সারেঙ্গা খালে পার এলাকার বাসিন্দারা।