সুকান্ত-র মনোনয়ন জমার দিনে নির্দল প্রার্থীর মনোনয়ন জমা করাতে জেলা নির্বাচনী দপ্তরে বিজেপির মহিলা মোর্চার নেত্রী।

0
40

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – সুকান্ত-র মনোনয়ন জমার দিনে নির্দল প্রার্থীর মনোনয়ন জমা করাতে জেলা নির্বাচনী দপ্তরে বিজেপির মহিলা মোর্চার নেত্রী। ঘটনার কথা চাউড় হতেই রাজনৈতিক মহলে শোরগোল। বুধবার সকাল থেকেই জেলার রাজনৈতিক মহলের চোখ ছিল মনোনয়ন জমা পর্বের দিকে। কারন বুধবার মনোনয়ন জমা দেওয়ার কথা আগে থেকেই জানিয়েছিল বামফ্রন্ট এবং বিজেপি। বামফ্রন্ট এবং বিজেপির প্রার্থী দুজনেই এদিন মনোনয়ন জমাও করেন। যদিও তারপরের ঘটা ঘটনা জেলার রাজনীতি মহলে রীতিমত শোরগোল ফেলে দিল। দুই সংখ্যালঘু মহিলাকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা করাতে জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে দেখা গেল বিজেপির মহিলা মোর্চার নেত্রী দীপিকা প্রামাণিক-কে। দীপিকা প্রামাণিক বিজেপির মহিলা মোর্চার আমন্ত্রিত সদস্যা বলে প্রাথমিক খবর, বিজেপির। সূত্র মারফৎ প্রাথমিকভাবে জানা গেছে ঐ সংখ্যালঘু ঐ দুই মহিলার মধ্যে একজনের বাড়ি কুমারগঞ্জ ব্লকের প্রাণসাগরে। যদি জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর বুধবার মোট ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। বুধবার মনোনয়ন জমা করা ৪ জন প্রার্থী হলেন বিজেপি-র সুকান্ত মজুমদার, আরএসপি-র জয়দেব সিদ্ধান্ত, বহুজন মুক্তি পার্টির রমেন্দ্রনাথ মালি এবং ভূমিপুত্র ইউনাইটেড পার্টির মহম্মদ সারওয়ারবি। জেলা নির্বাচন দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বুধবার কোন মহিলা প্রার্থী মনোনয়ন জমা করেননি। যদিও দুই প্রার্থীর মনোনয়ন প্রার্থীর মনোনয়ন জমা করাতে জেলা নির্বাচন দপ্তরে দীপিকা প্রামাণিক-এর উপস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনা প্রসঙ্গে বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র-র বক্তব্য যেকোন মানুষ নির্দল প্রার্থী হিসাবে দাড়তেই পারে, এটা তাদের অধিকার। তবে এদিন দুই সংখ্যালঘু মহিলার সঙ্গে বিজেপির মহিলা নেত্রীর উপস্থিত থাকাকে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ফাটল ধরানোর ষড়যন্ত্র হিসাবে দেখছেন বলে বিপ্লব মিত্র। অপরদিকে এই প্রসঙ্গে বিজেপির মহিলা মোর্চার জেলা নেত্রী ষষ্ঠ বসাক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিষয়টি তার জানা নেই, না জেনে তিনি এই বিষয়ে বক্তব্য দেবেন না।