নদিয়ার চাকদায় গাড়ির টায়ার ফেটে গাড়িটি উল্টে আহত অন্তত ১৭ জন, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

0
35

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সংখ্যালঘু সম্প্রদায়ের এক মৃতব্যক্তিকে দেখে ফেরার পথে গাড়ির টায়ার ফেটে গাড়িটি উল্টে বড়সড় দুর্ঘটনা ঘটেছে চাকদা বনগাঁ রাজ্য জাতীয় সড়কে। ঘটনায় অন্ততপক্ষে ১৭ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার বিষ্ণুপুর টোলট্যাক্স এলাকায়। আহতদের চাকদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সকলকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে।
ঘটনা সূত্রে জানা গেছে, এদিন নদিয়ার বিরহী সোনাখালি বাকসা থেকে জনা ২৭ মুসলিম সম্প্রদায়ের মানুষ একটি চারচাকা গাড়ি করে বিষ্ণুপুরে তাদের এক আত্মীয় বাড়িতে আত্মীয়র পরিবারের এক সদস্যর মৃতদেহ দেখতে যান। সেখান থেকে ফেরার পথে বিষ্ণুপুর টোলট্যাক্সের গাড়ির একটি চাকা ফেটে বিপত্তি ঘটে। গাড়িটি সপাটে উল্টে পড়ে। আহত হন গাড়ির প্রায় সকলেই। বর্তমানে তাঁরা সকলেই কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। তবে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছেতে পুলিশ।