গ্রামে কারোর অসুখ হলেই দায়ী করা হতো তাকে, ঝুলন্ত দেহ উদ্ধার ওই ব্যক্তির।

0
38

নিজস্ব সংবাদদাতা, মালদা :-  গ্রামে কারোর অসুখ হলেই দায়ী করা হতো তাকে।গ্রামবাসীর সন্দেহ ছিল তিনি তন্ত্র সাধনা করেন। সেই সন্দেহের বসে একাধিকবার হেনস্থা করা হয়েছে।এমনকি সাম্প্রতিক সময়ে শালিশি সভা করে মল মূত্র খাইয়ে মারধর করা হয়।তারপরেই বাড়ির পেছনে গাছ থেকে বৃহস্পতিবার ঝুলন্ত দেহ উদ্ধার ওই ব্যক্তির।খুনের অভিযোগ পরিবারের।কু সংস্কারের বলি দাবি পরিবারের।নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার।চাঁচল ১ নং ব্লকের ভগবানপুর গ্রামের বর্মনপাড়ার ঘটনা।মৃত ব্যক্তির নাম জয়দেব বর্মন (৬০)।বর্তমান যুগে এই ধরণের মধ্যযুগিয়ে কু সংস্কার কিভাবে তা নিয়ে উঠেছে প্রশ্ন।প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা।