ময়নায় বিজেপি কর্মী খুনের ঘটনায় NIA- তদন্তের নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের!

0
81

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মী খুনের ঘটনায় NIA- তদন্তের নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের!
বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া মৃত্যুর তদন্ত এনআইএ করবে। কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। লোকসভা ভোটের মুখে আরও একটি ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হল। এই ঘটনা রাজনৈতিকভাবে যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিমহল মহলের একাংশ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে আগ্রহ দেখায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই ঘটনা দুর্ভাগ্যজনক। এমনই বলেছেন বিচারপতি। এনআইএর তদন্ত নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা।গত বছর মে মাসের শুরুতে ময়নায় বিজেপির বুথ কমিটির সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুন হয়েছিলেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছেন। এমনই অভিযোগ ছিল মৃতের পরিবারের তরফে। স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলের দিকে আঙুল তুলেছিল। প্রথমে তাকে অপহরণ করা হয়। পরে খুন করা হয়েছিল বলে অভিযোগ।