পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের আদিবাসী সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত দুই প্রার্থী তথা বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কৃতি আজাদ এবং বর্ধমান পূর্বের ক্ষেত্রে ডাক্তার শর্মিলা সরকারকে জয়ী করার আহ্বান জানিয়ে পূর্ব বর্ধমান জেলা আদিবাসী শাখার পক্ষ থেকে আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের হলে। শনিবার অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা উপস্থিত হয় সংস্কৃতি লোকো মঞ্চে আয়োজিত হওয়া আদিবাসী সম্মেলন উপলক্ষে। উপস্থিত ছিলেন, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ, বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার,রাজ্যের মন্ত্রী বীর বাহা হাঁসদা, রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদের সহ-সভাধিপতি, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের উদ্দেশ্যে মন্তব্য করতে ছাড়েননি কীর্তি আজাদ। কীর্তি আজাদ বলেন, দিলীপ ঘোষ মহিলাকে সম্মান দিতে জানে না। দাদাগিরির কথাও দিলীপ ঘোষ বলেছেন এইগুলো বলে যারা জমিদার তারা। মহিলা শক্তি তারা ব্যালট বক্সের বোতাম টিপে এমন বধ করবে যে দিলীপ ঘোষ আর জীবনে রাজনৈতিক ময়দানে আসবে না।
Home রাজ্য দক্ষিণ বাংলা লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের আদিবাসী সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।