নদিয়া, নিজস্ব সংবাদদাতা :- শনিবারের বার বেলায় হটাৎ হাজির রানাঘাট মহকুমা আদালতে ভোলা বাবু। সবাই ভয়ে তট্স্থ চারদিকে হুলুস্থ তুলুস্থ। কি হবে কি ঘটনা ঘটবে। আদালতে যারা সাক্ষী বা আসামিদের আত্মীয়স্বজন সবাই ভয়ে এক দিকে হয়ে গেছে। ভোলা বাবু নির্বিকার তিনি শুধু দাড়িয়ে আছেন বিশাল তার চেহারা নিয়ে। এতক্ষন যার কথা বললাম সেই ভোলা বাবুর পরিচয় তিনি শিব ঠাকুরের বাহন চৈত্রের দাবদাহ আর গরমের হাত থেকে রক্ষা পেতে শটাং হাজির হয়েছেন মহকুমা আদালতে বিচার পাবার আশায় নয়? গরমের হাত থেকে রক্ষা পাবার জন্য। বারান্দা তে ফেনের হাওয়া সেই সঙ্গে ঠান্ডা পরিবেশ এই জায়গাটায় বেছে নিয়েছেন। আদালতের কর্মী থেকে ল ক্লার্ক অনেকে কলা খাইয়ে ভয় দেখিয়ে লাভ হয় নি তাকে বার করতে পারেনি। গরমের হাত থেকে রক্ষা পেতে তাই ঘণ্টা তিনেক এই রকম পরিবেশে থেকে কিছুটা গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জায়গা বেছে নেওয়া। অবলা জীব তাই তার কষ্ট বুঝে আর কেউ পিরাপিরি বা তেমন প্রচেষ্টা করেনি। তার শরীর ঠাণ্ডা হলে অবশ্যই নিজের রাজকীয় ভঙ্গিতে বেরিয়ে যাবে। তাই আদালতে বিচারপ্রার্থী থেকে সাক্ষী রা প্রথম দেখেই অনেকই ভড়কে গিয়েছেন। কিন্তূ ভোলা নিজের পার্সোনালিটি বজায় যেমন দেখিয়েছে তেমনি নির্বাক হয়ে চুপচাপ হয়ে ফ্যানের হাওয়া উপভোগ করেছে। এই প্রসঙ্গে রানাঘাট মহকুমা আদালতের আইনজীবী কি জানালেন?