এবার ইদিলপুর ও বাঁকা সাইফণে পরিযায়ী পাখিরা ভিড় জমিয়েছে।

0
38

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  বর্ধমান শহর ও তার পার্শববর্তী এলাকা জুড়ে শীত পড়তে পড়তেই দামোদর নদী ,বাঁকা সইফোন ও কাঞ্চননগর এর কিছু এলাকায় পরিযায়ী পাখিরা আস্তে শুরু করে,কিন্তু ২০১৫ সাল থেকে হঠাৎই পাখিরা বর্ধমান শহর থেকে মুখ ঘুরতে থাকে,প্রায় তখন থেকেই এই পরিযায়ী পাখির উপর কাজ করে চলেছেন কাঞ্চননগর ড্যআন্স স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত ও পরিবেশ প্রেমী অর্ণব দাস।তারা দেখেন পাখিদের মুখ ঘুরিয়ে নেওয়ার সবথকে বড় কারণ পাখি দের উপর নির্যাতন ও প্রচন্ড পরিমাণে শিকার, সচেতনতা মূলক প্রচার করে ২০১৯ সাল থেকে দেখা যায় পাখিরা আস্তে শুরু করে এবং প্রচুর পরিমাণে, কিন্তু এরপরই পাখি দের উপর অত্যাচার শুরু হয়,,মাইক ও গ্রাসলান্ড এ আগুন ধরিয়ে দেওয়া হলো,ঠিক এর পর থেকেই পাখি গুলি এলাকা পরিবর্তন ( আমিরপুর,বর্শুল ছেড়ে ইদিলপুর ও মানা) তে থাকতে শুরু করে ,এবং ঠিক এলাকার সাথে সাথে তারা খাদ্যাভ্যাস পরিবর্তন করে।শুধু মাত্র সচেতনতার জন্য পরিবেশের এই পাখিরা কাঞ্চননগর ও তার পার্শ্বব্তী এলাকা বাসস্থান শুরু করেন।তার ফলাফল হিসেবে এবার ইদিলপুর ও বাঁকা সাইফণে পরিযায়ী পাখিরা ভিড় জমিয়েছে,শুধু পাখি না বন্য জন্তুও এক্ষণ বর্ধমানের বাঁকা সাইফোন নির্ভয়ে বংশবিস্তার শুরু করেছে।