দুগ্ধের সঠিক মুল‍্য না পাওয়া ও দির্ঘদিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে দুগ্ধ প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসিদের।

0
31

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত কান পুর গ্রামে কানপুর মিক্ল প্রডিউসার ওয়েলফেয়ার এশোশিয়েসান নামে স্থানিয় কয়েকজন ব‍্যক্তি একটি সংস্থার মাধ্যমে দুগ্ধ তুলে আমুল কোম্পানি কে সাপ্লাই করে। এলাকাবাসী দের অভিযোগ তারা এই সংস্থার কথা মতো গবাদিপশুর প্রতিপালন করছেন তাও ওই সংস্থাকে দুগ্ধ বিক্রি করতে এলে সঠিক মুল‍্য দেওয়া হচ্ছেনা। দির্ঘদিন ধরে টাকা বকেয়া রয়েছে তাদের। গতকাল থেকে দুগ্ধ নেওয়া বন্ধ করেদেয় ওই কোম্পানি। অসহায় হয়ে দুগ্ধের ড্রাম নিয়ে তারা পথ অবরোধ করে ও ওই প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। দুগ্ধ বহন কারি গাড়ি ও ওই সংস্থার
পরিচালন কমিটির দুজন সদস্য কে আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসিরা।
বিকেল ৩ টা থেকে রাত্রি ১০ টা পযর্ন্ত বিক্ষোভ চললেও ওই কোম্পানির কোনো কর্তিপক্ষ ঘটনা স্থলে আসেননি।
অবশেষে রাত্রি ১০ টার সময় পটাশপুর থানা পুলিশ এসে দুই পক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে।