বিজেপির সুকান্ত মজুমদার সকাল হতে বালুরঘাটে নিউ টাউন বাজারে জনসাধারণের কাছে ভোটে জেতার আশীর্বাদ চান এবং ভোট প্রচার করেন।

0
49

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ৮ ই এপ্রিল সকাল হতে প্রচারে বেরিয়ে পড়ে রাজনৈতিক দলগুলি, তেমনি বিজেপির সুকান্ত মজুমদার বেরিয়ে পড়ে সকাল হতে বালুরঘাটে নিউ টাউন বাজারে, এই বাজারে তিনি বাজার করতে আসা জনসাধারণের কাছে ভোটে জেতার আশীর্বাদ চান এবং ভোট প্রচার করেন, এই বাজারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন এতদিন ধরেটিএমসির বিপ্লববাবু বিপ্লব বাবু মন্ত্রিত্ব বজায় রেখেছেন তিনি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোন উন্নয়ন করেননি, মুখে বড় বড় কথা বলছেন। সুকান্ত বাবু বলেন বিপ্লব বাবু এমস নিয়ে যে কথাগুলি বলছেন উনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? কোন উন্নতি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য জন্য করেননি। আর আমি এমস বালুরঘাটে আশ্বাস দিয়েছে বিপ্লব বাবু আমার এই কথাটা কটাক্ষ করেছেন, আমি করেই ছাড়বো বলে আশ্বাস দেন। এরপর তিনি লোকসভা ভোটে বিপুল ভোটের ব্যবধানে বালুরঘাটে জিতব বলে জানান সুকান্ত মজাদার।