স্থানীয় বিবাদের জেরে এক দম্পতিকে বাড়ীতে ঢুকে মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে।

0
41

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  স্থানীয় বিবাদের জেরে এক দম্পতিকে বাড়ীতে ঢুকে মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয় এক মহিলার, গুরুতর আহত মৃতের স্বামী। তাকে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তী করা হয়েছে। সূত্রের খবর, রানাঘাট থানার পায়রাডাঙ্গা এলাকার বাসিন্দা কর্মকার দম্পতিকে রবিবার রাতে ব্যাপক মারধর করে তাদেরই প্রতিবেশী কয়েকজন। অভিযোগ, পরে রক্তাক্ত অবস্থায় ওই দম্পতিকে রানাঘাট হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক অঞ্জলি কর্মকার নামের মহিলাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় গুরুতর আহত ওই মহিলার স্বামী সুবল কর্মকার। বর্তমানে রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু করে ইতিমধ্যেই ওই ঘটনায় যুক্ত তিন জনকে গ্রেফতার করেছে রানাঘাট পুলিশ। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত চলছে। তবে এই ঘটনায় এদিন হাসপাতালে দেখা করতে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। আর সেখানেই তিনি দাবি করেন, আক্রান্ত বিজেপি কর্মী সুবল সরকার ভিক্ষাবৃত্তি করে সংসার চালান, আর একটু মানসিক ভারসাম্যহীন। জয় শ্রীরাম বলাতে তার ওপর এই ধরনের দুষ্কৃতী হামলা। পূর্বপরিকল্পিতভাবে তার স্ত্রীকে মেরে ফেলা হয়েছে। যারা এই নির্মম অত্যাচার চালালো প্রত্যেকেই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতি। অভিযুক্ত দের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ প্রশাসন যদি অভিযুক্তদের কঠোরতম শাস্তি না দেয় তাহলে বৃহত্তম আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জগন্নাথ সরকার। যদিও প্রতিবেশীরা জানাচ্ছেন সামান্য ঝামেলা নিয়ে প্রথমে বিবাদ তৈরি হয়, তারপর তা মারামারিতে পরিণত হয়, সেখানেই আচমকাই মারাত্মক আঘাত লাগে অঞ্জলি কর্মকারের। তবে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা পরিষদের সদস্য তথা ওই অঞ্চলের তৃণমূল নেতা দীপক বসু বলেন, ওই পরিবার বিজেপির সাথে যুক্ত নয়, ভোটের আগে জগন্নাথ সরকার সস্তার রাজনীতি করছে। মস্তিষ্ক বিকৃত না হলে এই ধরনের মন্তব্য একজন প্রার্থী করতে পারে না। ওই পরিবারের স্বামী স্ত্রী দুজনেই মানসিক ভারসাম্যহীন, আর যে জয় শ্রী রাম স্লোগান নিয়ে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। পুলিশ গতকাল রাতেই কয়েকজনকে গ্রেফতার করেছে, আরও বিষয়টি তদন্ত করে দেখছে ঘটনার মূল কারণ নিয়ে। কিন্তু জগন্নাথ সরকার সুযোগ পেয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে।