সেখ ভাইদের গাজনে নবম শ্রেণীর ছাত্র সন্যাসী।

0
43

আবদুল হাই, বাঁকুড়াঃ- আজ থেকে শুরু হয়ে গেল শেখ ভাইদের গাজন। সেখ ভাইদের কথাটা শুনেই ভ্রু কুঁচকে হয়তো আকাশ পাতাল ভাবতে থাকবেন অনেক মানুষই ,আর মনে মনে নিশ্চয়ই সকলই আগ্ৰহ প্রকাশ করছেন আর জানতে চাইছেন এরকম অদ্ভুত গাজন কোথায় হয়,এ গাজন হয় বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুরে। তারকেশ্বর থেকে প্রায় কয়েকশো মানুষ জল নিয়ে বাবা শিবের মাথায় জল ঢেলে সেখ ভাইদের গাজন উৎসব শুরু হয়ে গেল। এই প্রথম ১৫ বছর বয়সের নবম শ্রেণীর ছাত্র সন্যাসী হয়েছে। তাহলে শুনুন অনেক কাল আগের কথা, বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুর গ্রামের তিন পূর্ব পুরুষ সেখ ইয়াকুব,সেখ ইউসুফ,সেখ এহিয়া তিন ভাই জঙ্গলে পাতা কুড়াতে গিয়েছিল।আর পাতা কুড়াতে কুড়াতে চোখে পড়ে যায় একটি সুন্দর পাথরের।গরুর গাড়িতে পাতার সাথে পাথরটিকে চাপিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তিন ভাই। নিজেদের বাড়িতে ঢোকার আগেই গাড়ি থমকে যায়। সেই রাতে তিন ভাই স্বপ্ন দেখে, ঐ পাথর শিব ঠাকুরের রূপ ধারণ করে স্বপ্নাদেশে এখানে মন্দির প্রতিষ্ঠা করার জন্য বলে।পরের দিন সকালে ওই তিন ভাই গ্ৰামের পুরোহিত দের ডেকে মন্দির তৈরি করে পাথর রূপী শিব কে করে মন্দিরে। এরপর থেকে নিত্য সেবা থেকে গাজন উৎসব এর সমস্ত খরচ বহন করে সেখ ভাইরা। এই গাজন দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষেরা।