রাজনৈতিক ভেদাভেদ থাকলেও একসঙ্গে খুশির ঈদ পালন করলেন গণি পরিবারের সদস্যরা।

0
67

নিজস্ব সংবাদদাতা, মালদা:- রাজনৈতিক ভেদাভেদ থাকলেও একসঙ্গে খুশির ঈদ পালন করলেন গণি পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার ঈদ উপলক্ষে দেশজুড়ে আনন্দ উৎসবে মেতে উঠেছে মুসলিম ধর্মাবলম্বি মানুষ। সেই পরিপেক্ষিতে মালদার কোতুয়ালি গনিভবনে রাজনীতি ভুলে একসঙ্গে খুশির ঈদ পালন করতে দেখা গেল দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরীর পরিবার এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূরের পরিবারকে। কংগ্রেসের হাত ধরেই শুরু গনি পরিবারের রাজনীতি কিন্তু মৌসম বেনজির নূর কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করাই গনি পরিবার অর্থাৎ বিদায়ী সাংসদ মামা আবু হাসেম খান চৌধুরীর পরিবারের সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দেয়। বর্তমান দক্ষিণ মালদার প্রার্থী ইশা খান চৌধুরী সম্পর্কে মামাতো দাদা হলেও রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই সম্পর্কে ফাটল দুই পরিবারের মধ্যে। তবে এদিন রাজনৈতিক ভেদাভেদ ভুলে দুই পরিবার একসঙ্গে মিলিত হয়ে আনন্দে উৎসাহে খুশির ঈদ পালন করলেন তারা।