দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটে কত ব্যবধানে জয়লাভ করবে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, তা সুনিশ্চিত করতে জেলায় এলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এদিন তিনি গঙ্গারামপুরে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন । যেখানে ব্রাত্য বসু জানিয়েছেন, বালুরঘাটের ভোটার হালহকীকত নিয়ে আলোচনা হয়েছে । কোথাও কোন খামতি থাকলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন । ব্রাত্য বসুর কথায় গোটা পশ্চিমবঙ্গের মধ্যে বালুরঘাটও মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাশে রয়েছে । বিশেষত মহিলা এবং সংখ্যালঘু ভোট তৃণমূলের পক্ষেই রয়েছে । গ্রামীণ এলাকাতেও তৃণমূলের ব্যাপক প্রভাব রয়েছে । তবে তৃণমূল প্রার্থীকে হাল্কা ভাবে নিচ্ছে না বিরোধী বিজেপি । প্রচারে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী । আগামীতে প্রচার রয়েছে প্রধানমন্ত্রী সহ একাধিক তারকার । সেই প্রশ্নে ব্রাত্য বসু বলেন, গতবারও প্রধানমন্ত্রী একাধিক সভা করেছেন রাজ্যে । তবে যেখানে যেখানে তিনি গিয়েছেন বেশিরভাগ জায়গাতেই হেরেছেন । এবারেও একই দশা হবে বলে মত প্রকাশ করেছেন তিনি । তিবে তৃণমূল দলে এখন কিছু কিছু স্থানে সমস্যা রয়েছে । যেগুলি তিনি মিটিয়ে নিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন ব্রাত্য বসু । এদিন অমিত শাহের সভায় বালুরঘাটের নাম উচ্চারণের বিষয়য়েও কটাক্ষ করেছেন ব্রাত্য । তিনি বলেন, অমিত শাহ ভুল বলতেই পারেন কিন্তু এখানকার বিজেপি প্রার্থী সেই ভুল ধরিয়ে দেয়নি ।
Home রাজ্য উত্তর বাংলা বালুরঘাটে কত ব্যবধানে জয়লাভ করবে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, তা সুনিশ্চিত করতে...